“জুলাইয়ের আন্দোলনের সময় তিনি ছাত্র-জনতার সঙ্গে ছিলেন। তার বদলি সিংড়ার জনগণ মেনে নেবে না।”
Published : 12 Nov 2024, 08:53 PM
নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করে বিক্ষোভ দেখিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও এসেছে ওই কর্শসূচি থেকে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে তিন ঘণ্টা নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ চলে বলে নাটোরের ছাত্র প্রতিনিধি মো. শিশির মাহমুদ জানিয়েছেন।
ছাত্রদের অবরোধ চলাকালে ওই সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া থানার ওসি আসমাউল হক ও সেনাবাহিনীর কর্মকর্তারা গিয়ে ছাত্রদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।
বেলা ১টার দিকে সদ্য বদলি হওয়া ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও তারা আন্দোলন চালিয়ে যান।
পরে একটি প্রতিবাদ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের ছাত্র প্রতিনিধি মো. শিশির মাহমুদ, ও উদয় মিজান, সিংড়া উপজেলার ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আব্দুল মমিন, আদনান সরকার, নিস্তাক বিল্টু, শোয়াইব তামজিদ, সজিব সরদার ও রাকিবুল হাসানসহ অন্যরা বক্তব্য দেন।
শিশির বলেন, “ইউএনও তাবাসসুম প্রভা একজন মানবিক, সৎ ও দক্ষ মানুষ। তিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন। জুলাইয়ের আন্দোলনের সময় তিনি ছাত্র-জনতার সঙ্গে ছিলেন; সিংড়ার সার্বিক পরিস্থিতি ভালো রেখেছেন।
“তার বদলি সিংড়ার জনগণ মেনে নেবে না। তাই অবিলম্বে তার বদলি আদেশ প্রত্যাহার করে সিংড়ায় বহাল রাখা হোক।”
আগামী ১২ ঘণ্টার মধ্যে তাবাসসুম প্রভার বদলি আদেশ প্রত্যাহার করা না হলে অনশন ও সিংড়া উপজেলার সকল সরকারি অফিসের কার্যক্রম বন্ধের হুশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
পরে তাবাসসুম প্রভার বদলি আদেশ প্রত্যাহার ও নবাগত ইউএনও মাজহারুল ইসলাম যেন নাটোরের কোনো উপজেলায় যোগদান না করেন সে দাবি করে কর্মসূচি শেষ করেন তারা।
এর আগে সোমবার এক প্রজ্ঞাপনে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে একই জেলার বাগাতিপাড়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়।
ওই আদেশ প্রত্যাহারের দাবিতে এদিন সিংড়া উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা।