আটকদের কাছ থেকে ২০৫ বস্তা ভারতীয় চিনি, একটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
Published : 14 Oct 2024, 11:10 PM
সিলেটের ওসমানীনগর উপজেলায় বালুভর্তি ট্রাকে করে চোরাচালানের চিনি নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে বিএনপির দুই নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার সাদিপুর সেতুর উত্তরপার ইব্রাহীপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী।
আটকদের মধ্যে মো. সোলেমান হোসেন সুমন (৪২) সিলেট মহানগর বিএনপির ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এবং মো. আবদুল মান্নান (৪৩) ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
অন্য আটকরা হলেন- সিলেট সদর উপজেলার বটেশ্বরের মলাইটিলার প্রয়াত করম আলীর ছেলে মনির আহমদ (৩২), জৈন্তাপুরের বাঘের খালের মমতাজ আলীর ছেলে তোফায়েল আহমদ (২৬), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. শাহীন আহমদ (২৫) এবং গোয়াইনঘাটের ফতেহপুর তৃতীয় খণ্ডের মঈন উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪২)।
আরাফাত জাহান চৌধুরী বলেন, চিনি ছিনতাই ও চোরাচালানের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় ২০৫ বস্তা ভারতীয় চিনি, একটি ড্রাম ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক বিএনপির দুই নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের চেষ্টা এবং অপর চারজনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে আলাদা দুটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
চিনি ছিনতাই চেষ্টার অভিযোগে বিএনপির ২ নেতাকে বহিষ্কার
ট্রাকসহ চিনি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক সিলেট বিএনপির দুই নেতা বহিষ্কার করেছে মহানগর কমিটি।
সোমবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চিঠিতে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ট্রাকে বালুর নিচে ২০৫ বস্তা ভারতীয় চিনি হবিগঞ্জে নেওয়া হচ্ছিল। পথে দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন লোক ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন।
এ সময় স্থানীয় জনতার সহায়তায় সাদিপুর সেতুর সামনে থেকে বিএনপির দুই নেতাসহ ছয়জনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় চিনিভর্তি ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল।
এর মধ্যে চোরাচালানের সঙ্গে জড়িত চারজন এবং চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুইজনকে আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী।