আটকদের ডাকাত দলের সদস্য বলে দাবি কোস্ট গার্ডের।
Published : 25 Apr 2025, 03:11 PM
ভোলার দৌলতখান উপজেলা থেকে দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে; যাদের ডাকাত দলের সদস্য বলছে কোস্ট গার্ড।
এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, তিনটি দেশি অস্ত্র ও নয়টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মদনপুর ইউনিয়নের চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার রিফাত আহমেদ।
আটকরা হলেন- মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান এবং জহির উদ্দিন বাবর। তারা মদনপুর চরের বাসিন্দা।
শুক্রবার বেলা ১১টার দিকে কোস্ট গার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মদনপুর চরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। আটকরা ডাকাত দলের সদস্য বলে দাবি কোস্ট গার্ডের।
পরে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।