“এখন অটোরিকশায় যেতে হবে। ভাড়া চাচ্ছে ৪০০ টাকা। বাসে গেলে লাগতো ৮০ টাকা।”
Published : 12 Jan 2025, 05:16 PM
রাজবাড়ী ও কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনায় এ পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রোববার কুষ্টিয়া থেকে দৌলতদিয়া রুটে কোনো বাস চলাচল করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ।
কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম বলেন, “দুদিন আগে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসাতে কুষ্টিয়া এবং বাজবাড়ীর পরিবহন শ্রমিকদের মধ্যে একটু হাতাহাতি ও কথা কাটাকাটির ঘটনা ঘটে।
“এই ঘটনার পর কুষ্টিয়ার শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠেন। এর প্রতিবাদে দুপুরের পর থেকে রাজবাড়ী-কুষ্টিয়া পথে বাস চলাচল বন্ধ রয়েছে।”
কুষ্টিয়া পরিবহন শ্রমিকরা বলছেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় না নেওয়া পর্যন্ত কুষ্টিয়া-দৌলতদিয়া রূটে বাস চলাচল বন্ধ থাকবে।
বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের নেতারা জানিয়েছেন।
কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া দিনমজুর মজিদ আলী বলেন, “আমরা সকালে বাড়িত তিন (থেকে) বাইর হয়ে আইচি কম টাকায় কাটা কাটা বাসে করে ঢাকা যাওয়ার জন্যি। কিন্তু আইসি দেকি বাস বন্ধ।
“আমারে তো একদিন কাম না করলি প্যাট চলে না। আগে জানতি পারলি বাড়িত তিনই আসতাম না।”
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামের গৃহবধূ রুবিনা খাতুন তিন শিশু সন্তানকে সঙ্গে করে পাংশাতে বাপের বাড়ি যাওয়ার রওনা হয়েছিলেন। বাস বন্ধ থাকায় বিপাকে পড়েন তিনি।
রুবিনা বলছিলেন, “হঠাৎ করে সকাল থেকে বাস বন্ধ হওয়ায় খুব সমস্যায় পড়ে গেছি। বাচ্চা-কাচ্চা ব্যাগ লাগেজ নিয়ে এখন অটোরিকশায় যেতে হবে। ভাড়া চাচ্ছে ৪০০ টাকা। বাসে গেলে লাগতো ৮০ টাকা।”
কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের শান্ত হওয়ার কথা বলেছি, সেই সঙ্গে উদ্ভুত এই পরিস্থিতি নিরসনে রাজবাড়ীর মালিক শ্রমিক নেতৃবৃন্দদের আসতে বলেছি।
“কিন্তু তারা আসতে ভয় পাচ্ছে। সেকারণে আজকে এখনও কোনো সমাধান হয়নি। তবে খুব শীঘ্রই আমরা একটা সমাধান করে ফেলবো।”
কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “সকাল দিকেই পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ সমস্যার সমাধান করে ফেলবেন বলে জানিয়েছিলেন। কিন্তু দুপুর পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় তাদের আসতে বলেছি, তারা আসলেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”