Published : 29 Apr 2023, 10:57 PM
বরিশাল নগরীতে ঘুড়ি উড়ানোর সময় ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে নগরীর কাউনিয়া আকন ভিলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দা মো. সাদ্দাম জানান।
নিহত ১২ বছর বয়সী কিশোর ওম সরকার ওই এলাকার উত্তম সরকারের ছেলে। এ ছাড়া সে নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সাদ্দাম আরও জানান, ওমসহ আরও ৪/৫ কিশোর আকন ভিলার তিন তলার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। এ সময় ওম ওই বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পাশের মসজিদের ছাদে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সে নিচে দেয়ালের উপর পড়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুলছাত্রের লাশ বর্তমানে হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”