“ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।”
Published : 07 Apr 2025, 04:37 PM
বরিশালের গৌরনদী উপজেলায় গ্রীন লাইন পরিবহনের বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার বার্থী এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন।
নিহত জয় দত্ত (১২) উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের ছেলে।
তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
ওসি আমিনুর বলেন, “ব্যাটারিচালিত ভ্যান থেকে নেমে মহাসড়ক পার হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন জয়। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের বেপরোয়া গতির বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।”
বাসটি আটক এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।