“দক্ষিণের দেয়ালে কি সব এঁকেছেন সেটা মুছে দিয়ে যাবেন।”
Published : 08 Nov 2024, 10:23 PM
কিংবদন্তি চলচ্চিত্রকার চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের স্মৃতিবিজড়িত রাজশাহীর বাড়ির দেয়ালচিত্র মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন রাজশাহীর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান।
বাড়িটির দেয়ালে ঋত্বিকের নির্মিত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে-এর পোস্টার রং-তুলির সাহায্যে চিত্রায়িত করা হয়েছিল।
ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে এই দেয়ালচিত্র মুছে ফেলতে বলা হয়। রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছেন বলে রাজশাহীর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি জানিয়েছে।
ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকী এবং ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটা ভেঙে ফেলার প্রতিবাদে ভগ্নস্তুপেই ৪-৬ নভেম্বর ২০২৪ তিন দিনব্যাপী ‘ঋত্বিক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর’ আয়োজন করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি।
জন্মবার্ষিকী উৎযাপন কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর আতিকুর রহমান আতিক বলেন,“চলচ্চিত্রস্রষ্টা ঋত্বিক কুমার ঘটকের জন্মবার্ষিকীতে তার পৈতৃক ভিটায় রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের দক্ষিণ দিকের ভেঙে ফেলা কক্ষগুলোর দেয়ালে ঋত্বিক কুমার ঘটকের জন্মবার্ষিকীতে তার নির্মীত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’-এগুলোর পোস্টার রং-তুলির সাহায্যে চিত্রায়িত করা হয়।
“বুধবার জন্মবার্ষিকী উদযাপনের শেষ দিনে রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদের মোবাইল ফোনে কল দিয়ে বলেন, দক্ষিণের দেয়ালে কি সব এঁকেছেন সেটা মুছে দিয়ে যাবেন।”
স্বারকলিপি দিয়ে বিষয়টি রাজশাহী জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে বলেও জানান আতিক।
ঋত্বিকের পরিবার কলকাতায় চলে যাওয়ার পরে ১৯৮৯ সালে তৎকালীন সরকার বাড়ির ৩৪ শতাংশ জমি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দিয়েছিল।
পরে ঋত্বিকের ভিটার উত্তর অংশে গড়ে তোলা হয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আধুনিক ভবন। আর দক্ষিণ অংশে ছিল ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত পুরোনো বাড়ি।
সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর ও দখলের মধ্যে ঋত্বিক ঘটকের সেই বাড়িটিও গুঁড়িয়ে দেওয়া হয়।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যদের অভিযোগ, ক্ষমতার পালাবদলে স্থানীয় হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাড়িটি ভেঙে ফেলেছে। এর আগেও বাড়িটি ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ ছিল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
যদিও তখন ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার অভিযোগ অস্বীকার করে কলেজ কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, সরকার পতনের পর সহিংসতার মধ্যে ‘কিছু লোক’ বাড়িটি ভেঙে ফেলেছে।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ বলেন, “শেষ দিনের অনুষ্ঠান চলাকালে হোমিও কলেজের একজন পিয়ন এসে আমাকে বলে, অধ্যক্ষ স্যার আপনাকে ফোন দিচ্ছেন, ধরেন। আমি ফোন বের করে দেখি, চারবার কল করা হয়েছে।
“এরপর আমি কল ব্যাক করলে হোমিও কলেজের অধ্যক্ষ বলেন, ‘মাসুদ ভাই, দক্ষিণের দেয়ালে কিসব এঁকেছেন, সেটা মুছে দিয়ে যাবেন।”
এ বিষয়ে জানতে শুক্রবার রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ড. আনিসুর রহমান রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।