ট্রাফিক পুলিশ কাজে না ফেরা পর্যন্ত তারা শহরের সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে কাজ করবেন বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।
Published : 07 Aug 2024, 03:13 PM
নাটোরে যানজট নিরসন ও পরিচ্ছন্নতায় নেমেছেন তিন শতাধিক শিক্ষার্থী।
বুধবার সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড়ে সুশৃংখলভাবে যানবাহন চলাচলে সহযোগিতা ও নিয়ন্ত্রণ করেছেন তারা। একই সঙ্গে বেশকিছু শিক্ষার্থীকে হাতে ঝাড়ু নিয়ে সড়ক-শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করতেও দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নাটোর জেলার সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান, সারাদেশে পুলিশ কর্মবিরতি পালন করছেন। ফলে শহরগুলোয় ট্রাফিক ব্যবস্থা নেই।
“তাই শহরের বড় হরিশপুর, মাদ্রাসা মোড়, ট্রাফিক মোড়, স্টেশন ও বনবেলঘড়িয়া বাইপাসের প্রধান সড়কগুলোর শৃঙ্খলা ফেরাতে রোভার স্কাউটসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্ব-উদ্যেগে কাজ করছেন। ”
যতদিন ট্রাফিক পুলিশ তাদের কাজে না ফিরবেন ততদিন পর্যন্ত তারা শহরের সড়কের শৃংখলা ঠিক রাখতে কাজ করে যাবেন বলে জানান এই সমন্বয়ক।