“আমাদেরকে শতকরা ৭৫ ভাগ বীজ পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয়, আমদানি নির্ভরতা কমাতে হবে।”
Published : 01 Jun 2024, 10:40 PM
বন্ধ হয়ে যাওয়া পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়ার পরও আশানুরূপ ফলাফল না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেছেন, “যারা মিল লিজ নিয়েছেন কাজ করছেন না, ফেলে রেখেছেন, গরু পালবেন, আর গরুর দুধ খাবেন, তা হবে না। মিলগুলো বন্ধ থাকতে পারে না।”
শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে পাটচাষী, মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, পাটের যদি ন্যায্যমূল্য না হয়, তাহলে কৃষকরা শাকসবজি বাদ দিয়ে কেন পাট চাষ করবেন? মধ্যস্বত্তভোগীদের হাত থেকে মুক্ত করে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারলেই পাট চাষে আগ্রহ বাড়বে।
মন্ত্রী আরও বলেন, ভাল বীজ ছাড়া ভাল পাট উৎপাদন সম্ভব নয়। ভাল পাট যদি না হয়, তাহলে ভাল দাম পাওয়াও সম্ভব নয়। আমাদেরকে শতকরা ৭৫ ভাগ বীজ পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয়, আমদানি নির্ভরতা কমাতে হবে। মাত্র ২৫% পাটবীজ আমার দেশে উৎপাদন হয়।
নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী ১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন।
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী নরসিংদী পৌর পার্কে তিনদিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন করেন। এছাড়া নরসিংদীর সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনিস্টিটিউট, ঘোড়াশালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুটমিল এবং শিবপুরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুটমিল পরিদর্শন করেন।