Published : 08 Oct 2024, 09:58 AM
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মৃতদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষারা।
নিহত কামাল হোসেন (৩২) উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্তে তিনি নিহত হন বলে জানিয়েছেন কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।
স্থানীয়রা বলছেন, কামাল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ একটি অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ নিয়ে যায়।
কামাল কোনো ধরনের ‘চোরাকারবারে যুক্ত নয়’ দাবি করে তার বড় ভাই হিরন মিয়া বলেছেন, বিএসএফ তাকে গুলি করেছে ‘বিনা কারণে’।
লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, “কামাল হোসেন ভারতের ২৫ গজ অভ্যন্তরে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে গেছে বিএসএফ।”
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবকের মৃতদেহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।
কামাল কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।