তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Published : 28 Oct 2024, 01:52 PM
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাবেক চেয়ারম্যান মোকাররম সরদার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার হয়েছেন৷
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, রোববার রাত আড়াইটার দিকে আলীগঞ্জ এলাকা থেকে তাকে সেনাবাহিনী তাকে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে।
মোকাররম সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ঘনিষ্ঠজন বলে পরিচিত৷ তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়৷
মোকাররম ব্যবসার কারণে নারায়ণগঞ্জের ফতুল্লাতে থাকতেন বলে জানান স্থানীয়রা৷
ওসি শরীফুল বলছেন, “অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে শাহ আলম নামে এক ব্যবসায়ী ২ অক্টোবর আদালতে একটি মামলা করেন৷
“ওই মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ডিআইজি হারুন অর রশীদ ও মোকাররম সরদারসহ ১১ জনকে আসামি করা হয়৷”
মোকাররম সরদারকে এই চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।