পাবনার সাঁথিয়ায় পুকুরে শাপলা তুলতে গিয়ে দুই শিশু এবং শরীয়তপুরে ডোবা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
Published : 12 Aug 2024, 07:20 PM
পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু এবং শরীয়তপুর সদর উপজেলায় ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এবং শরীয়তপুর সদর উপজেলার ভর্তাইসার এলাকায় এ ঘটনা ঘটে।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ময়েন উদ্দিন বলেন, সকাল ১১টার দিকে দুই শিশু বাড়ির পাশে পুকুরে শাপলা ফুল তুলতে নামে। তবে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা। দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো- ওই গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান (৩) এবং শাহিন আলীর ছেলে ইয়ামিন (৪)।
এদিকে শরীয়তপুর সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত তাহমিদ উপজেলার ভর্তাইসার এলাকায় বিল্লাল মাদবরের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, সকালে তাহমিদের মা প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুস্মিতা শারমিন বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।”