এ ঘটনায় নাটোর থেকে অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগীকে আটকের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Published : 30 Nov 2023, 09:30 PM
নাটোরের সিংড়া উপজেলায় অ্যাম্বুলেন্স থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক দুইজনকে মাদক কারবারি বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে নাটোর-সিংড়া মহাসড়কে উপজেলার খেজুরতলা বাজার থেকে তাদের আটক করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান।
আটকরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইব্রাহিম আলীর ছেলে অ্যাম্বুলেন্স চালক কামরুল হাসান (২০) এবং রংপুর সদর উপজেলার ইসলামপুর এলাকার লিয়াকত আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জিল্লুর জানিয়েছেন, গোপন খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের খেজুরতলা বাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কুড়িগ্রাম থেকে পাবনাগামী একটি অ্যাম্বুলেন্স থামানো হয়।
পরে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে এর সিটের নীচ থেকে ১৯টি প্যাকেটে মোড়ানো ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার করে আসছিল বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
এ ঘটনায় আটক চালক কামরুল ও তার সহযোগী রবিউলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।