হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে একদল যুবকের হামলায় অন্তত ১০ জন ব্যবসায়ী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ওই বাজারের মহাপ্রভু আখড়ার রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান।
আহত ব্যবসায়ীদের মধ্যে হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক আনোয়ার মিয়া, অসিত চক্রবর্তী, জাহাঙ্গীর খান, বাবলু দাস, উজ্জ্বল খান, মুন্না মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী অসিত চক্রবর্তী জানান, ওই এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে কয়েকজন যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ব্যবসায়ী পংকজ কান্তি দাস তাদের থামাতে গিয়ে বাকবিতণ্ডায় জাড়িয়ে পড়েন। পরে ওই যুবকরা চলে যান। কিছুক্ষণ পর আবার একদল যুবক জড়ো হয়ে পংকজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় যুবকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ ব্যবসায়ী আহত হন।
হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ বলেন, “ব্যবসায়ীদের উপর এমন হামলা ন্যাক্কারজনক। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।”
তিনি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে যদি প্রশাসন হামলাকারীদের গ্রেপ্তার না করে তা হলে কঠোর আন্দোলনে যাবে ব্যবসায়ীরা।”
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে থানা পুলিশ ও হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারী যুবকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।