“আমার ধারণা, অব্যাহতি পাওয়া ইমামের অনুসারীরা এ ঘটনায় জড়িত।”
Published : 07 Mar 2025, 11:30 PM
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জাতীয় পতাকা ওড়ানোর খুঁটিতে জুতা বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
শুক্রবার জুমার সময় কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
অধ্যক্ষ ‘ধারণা’ করছেন, কলেজের ডিগ্রি শাখার মসজিদের সাবেক ইমামের অনুসারীরা এ ঘটনায় জড়িত।
তবে সাবেক ইমাম মারুফ বিল্লাহ এ ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
২৫ সেকেন্ডের সে ভিডিওতে দেখা যায়, কয়েক তরুণ ও যুবক মিলে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনের জাতীয় পতাকার খুঁটিতে জুতা বেঁধে দিচ্ছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভুঁইয়া বলেন, “জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা বাঁধা একটা রাষ্ট্রদ্রোহী ও ঘৃণিত কাজ।
“আমরা দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেব। এরই মধ্যে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।”
শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, নানা অভিযোগে সম্প্রতি ডিগ্রি শাখার মসজিদের ইমাম মারুফ বিল্লাহকে অব্যাহতি দেয় কলেজ প্রশাসন।
অধ্যক্ষ বলেন, “আমার ধারণা, মারুফ বিল্লাহর বহিরাগত অনুসারীরা এ ঘটনায় জড়িত।
“কারণ এর আগেও তার লোকজনই কলেজ এবং মসজিদে বিশৃঙ্খলা করেন। পুলিশ ভালোভাবে তদন্ত করলে অপরাধীদের আইনের আওতায় আনতে পারবে।”
মারুফ বিল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। কলেজ প্রশাসন আমাকে অব্যাহতি দিয়েছে। আমি কলেজ থেকে চলে এসেছি৷ এখন কী ঘটেছে, সে বিষয়ে আমি কিছু জানি না।”
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় কলেজ প্রশাসন মৌখিক অভিযোগ জানিয়েছে। লিখিত অভিযোগ পাইনি। তবুও আমরা তদন্ত করছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।”