দীপ্ত টিভির সাভার প্রতিনিধি জানান, সাভারের তালবাগ এলাকার বাসিন্দা কামরুজ্জামান মোটরসাইকেলে ঢাকায় অফিসে যাতায়াত করতেন।
Published : 31 Dec 2023, 11:26 AM
ঢাকার সাভার উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।
রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হোসেন।
নিহত কামরুজ্জামান রতন (৫০) ঢাকায় বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, “কামরুজ্জামান ভাই আমাদের হেডঅফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। ”
ওসি শেখ আবুল হোসেন বলেন, সকালে কামরুজ্জামান মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
“খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। ”
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।