প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিজ এলাকায় যাওয়ার খবরে পথে শতাধিক নেতাকর্মীরা তার অপেক্ষায় ছিলেন।
Published : 23 Feb 2025, 04:48 PM
ঢাকার গুলশান থেকে গ্রামের বাড়ি নেত্রকোণায় যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
দীর্ঘ ১৭ বছর পর গ্রামের বাড়ি নেত্রকোণার মদন উপজেলায় যাচ্ছেন বাবর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিজ এলাকায় যাওয়ার খবরে পথে শতাধিক নেতাকর্মীরা তার অপেক্ষায় ছিলেন।
শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে পল্লীবিদ্যুৎ মোড় এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক নেতাকর্মী লুৎফুজ্জামান বাবরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক ভূইয়া, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, মাওনা চৌরাস্তা আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়েল আহমেদসহ শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর ৩০ জানুয়ারি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
সেখানে হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি আরব যান। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে শুক্রবার দেশে ফেরেন বিএনপির এই নেতা।