সিলেটে এ ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন দেয় বলে জানায় পুলিশ।
Published : 07 Feb 2024, 10:40 PM
সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় এক অটোরিকশা চালককে চাকু মেরে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন দেয়।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে পল্লীবিদ্যুৎ মোড়ের অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান।
নিহত চালক আলমগীর হোসেন (৩২) উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের প্রয়াত আলী আহমদের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জাহাঙ্গীর বলেন, “আলমগীরের অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাদিকের সঙ্গে থাকা অপর এক যুবক ক্ষিপ্ত হয়ে আলমগীরকে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।”
“ঘটনার সময় আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। পরে উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।”
স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যান বলে জানান ওসি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি জাহাঙ্গীর।