মোটরসাইকেলটি ঢাকামুখী লেনে দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
Published : 15 Jun 2024, 09:27 PM
মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শাহ শার আলী পাম্পের বিপরীত দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লক্ষণ খোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে জামিউল ইসলাম ভূইয়া (১৯) ও অপরজন একই উপজেলার সাপমারা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইমরান হোসেন (১৮)।
হুমায়ুন কবির বলেন, মোটরসাইকেলটি ঢাকামুখী লেনে দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে একজন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা অপরজনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইনচার্জ হুমায়ুন কবির আরও বলেন, “মোটরসাইকেল ও নিহতদের লাশ পুলিশ হেফাজতে আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়ির সন্ধানে কাজ করছে পুলিশ।”