“কিছু বন্দি পালিয়েছে বলে জানতে পারলেও সঠিক সংখ্যাটা এখনও পাইনি।”
Published : 07 Aug 2024, 05:38 PM
কুষ্টিয়ার জেলা কারাগার থেকে অন্তত ৩০-৪০ জন বন্দি পালিয়ে গেছে।
বুধবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনার সময় কারাগারের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাড়ে ৩টার দিকে সংবাদ পেয়ে কুষ্টিয়ার সেনা ক্যাম্প থেকে সদস্যরা গিয়ে জেল গেইটের নিয়ন্ত্রণ নেয়। এ সময় সংবাদ কর্মীদের সরে যেতে বলা হয়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ জেলখানার মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই আনুমানিক ২৫-৩০ জনের মতো বন্দিকে গেইট দিয়ে বেরিয়ে ছুটতে দেখা যায়।
এরপর তারা কোন দিকে গেছে সেটা জানা যায়নি। পরে জেলের ভেতর থেকে হইচইয়ের শব্দ শোনা যায়।
বেলা ৩টার দিকে সব কারারক্ষী জেল গেইটের বাইরে এসে কড়া পাহারা দেয়। তখনও ভেতর থেকে থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল। এরপর সোয়া ৩টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে জেলগেইটের নিয়ন্ত্রণ নেয়।
কর্তব্যরত ও নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থল জেল গেইটে এসে পৌঁছাতে সক্ষম হয়েছি। ভেতরে ঢুকেছি পরিস্থিতি স্বাভাবিক করতে। সেখানে কিছু ফাঁকা গুলি হয়েছে।
“এ সময়য়ের মধ্যে কিছু বন্দি পালিয়েছে বলে আমরা জানতে পারলেও সঠিক সংখ্যাটা এখনও পাইনি। জেল সুপারকে বলেছি, হাজিরা খাতা মিলিয়ে প্রকৃত সংখ্যাটা জানাতে।”