Published : 06 May 2025, 02:45 PM
সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের ‘বনদস্যু’ করিম শরীফ বাহিনীর সদস্য বলছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের কার্যালয়ের চিফ স্টাফ অফিসার সঞ্জীব কুমার দে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এর আগে সোমবার বিকালে সুন্দরবনের শিপসা নদীর আদাছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়েছে কোস্ট গার্ড। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে যাওয়ারা হলেন- মো. সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০)। তারা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি একনলা বন্দুক, একটি শর্টগান, একটি খেলনা বন্দুক, ২৩টি গুলি, ২০৪টি গুলির খোসা, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকিটকি চার্জার, অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি কাঠের নৌকা ও বিপুল দেশি অস্ত্র।
সঞ্জীব কুমার সাংবাদিকদের বলেন, সোমবার বিকালে কোস্ট গার্ডেন সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই দুইজনকে গ্রেপ্তার করেন। তারা সুন্দরবনের ‘বনদস্যু’ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র, গুলি ও রসদ সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীদের নিরাপত্তা এবং বনের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।