এর আগে হাই কোর্ট থেকে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পান আব্দুল আজিজ।
Published : 09 Apr 2025, 05:36 PM
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ জামিনে মুক্তির পর জেলগেইটে তাকে মারধর করে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ আদালত পরিদর্শক আব্দুল হাই বলেন, বুধবার দুপুরে আব্দুল আজিজকে তাড়াশ আমলী আদালতে হাজির করা হলে বিচারক গোলাম ওমর ফারুক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি বলেন, তাকে ২০২৪ সালের ৪ অগাস্ট তাড়াশ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে হাই কোর্ট থেকে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পান রায়গঞ্জ-তাড়াশের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ। মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত আদেশের কাগজপত্র সিরাজগঞ্জ জেলা কারাগারে আসে।
সিরাজগঞ্জ কারাগারের সুপার এস এম কামরুল হুদা বলেন, “জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে রাত পৌনে ৮টার দিকে আব্দুল আজিজকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর কারাগারের সামনের রাস্তা থেকে ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি।”
সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “মঙ্গলবার রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আব্দুল আজিজকে থানায় দেয়। এরপর তাকে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।”
সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাতে তাড়াশ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ ছাড়া সিরাজগঞ্জ সদর থানার সামনে রাতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব। এরপর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এই মামলায় আব্দুল আজিজসহ আওয়ামী লীগের ৯৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায় এ মামলা করা হয়েছিল।