এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে গত তিনদিনে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 12 Feb 2025, 08:09 PM
ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মো. ফরহাদুল ইসলাম (৪০), ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামের মো. মামুনুল হক পাটোয়ারী (৫০), মধ্যম মটুয়া গ্রামের ওসমান গনি (২২), সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের শফিকুল ইসলাম (৫২), গুণক গ্রামের হোসেন মো. আলমগীর (৫২), দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের বেলাল হোসেন (৫২), সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশল্যা গ্রামের নেছার উদ্দিন (২৪) ও পরশুরাম উপজেলার ডিএম সাহেব নগর গ্রামের মেহেরু উল্লাহ (৪৫)।
তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
পরিদর্শক ইকবাল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টায় ৫ অগাস্ট পরবর্তী ফেনী মডেল থানায় করা মামলায় আটক আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল আরও জানান, এনিয়ে অপারেশন ডেভিল হান্টে গত তিনদিনে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
'অপারেশন ডেভিল হান্ট': ফেনীতে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার