Published : 06 May 2025, 04:55 PM
নেইল পলিশ বা নেইল আর্ট শুধু স্টাইল নয়, অনেক সময় এটি হয়ে ওঠে আত্মপ্রকাশের এক সৃজনশীল উপায়।
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন পোশাক, খাবার ও মেজাজের রং বদলে যায়, তেমনি বদলায় নখের রংয়ের ধারা।
গ্রীষ্মের এ সময়ে প্যাস্টেল টোনের পাশাপাশি জাঁকজমকপূর্ণ উজ্জ্বল রংয়ের আধিপত্যও চলছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সৌন্দর্য বিশেষজ্ঞ ও ‘হ্যালো লাভ ইনক’-এর প্রতিষ্ঠাতা এমি ব্ল্যাকলি রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “এই সময়ে প্যাস্টেল ও ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ টোনের পাশাপাশি লাল রংও ফিরছে নতুন চেহারায়।”
ল্যাভেন্ডার মিল্ক
সেলেনা গোমেজ-এর অনুপ্রেরণায় জনপ্রিয় হওয়া এই হালকা বেগুনি রং প্যাস্টেল প্রেমীদের জন্য আদর্শ। এটি ‘মিল্কি নেইল ট্রেন্ড’য়ের নতুন সংস্করণ, যা হালকা স্বচ্ছভাব রেখে নখে এক শান্ত সৌন্দর্য এনে দেয়।
এমি ব্ল্যাকলি বলেন, “গ্রীষ্মের জন্য এটি খুবই নিখুঁত। এটি চোখে পড়ে, অথচ অতিরিক্ত নয়।”
প্যাস্টেল ক্রোম ফ্রেঞ্চ
ফ্রেঞ্চ ম্যানিকিওর কখনও পুরানো হয় না। তবে এই মৌসুমে এসেছে তার আধুনিক সংস্করণ। প্যাস্টেল ক্রোম ফ্রেঞ্চ।
বেইস হিসেবে ন্যুড নেইল পলিশের ওপর হালকা প্যাস্টেল টিপস, এর ওপর ক্রোম টপ কোট দেওয়া হয়।
যা নিঃসন্দেহে এনে দেবে একটি ঝকঝকে ও আভিজাত্যময় ভাব।
উজ্জ্বল ফিউশা
ফিউশা ফুলের মতো লাল, গোলাপি বা বেগুনি এই ধরনের সাহসী রং যারা পছন্দ করেন, তাদের জন্য মে মাসে ফিউশা একদম ঠিকঠাক।
ব্ল্যাকলি বলেন, “এটি বসন্ত থেকে গ্রীষ্মে যাওয়ার পথচলায় সেরা রূপান্তর শেইড।”
ন্যুড নেইলস
যারা ‘মিনিমালিস্ট লুক’ পছন্দ করেন, তাদের জন্য ‘ন্যাকেড নেইলস’ এখন খুব ট্রেন্ডিং। কোনো রং না থাকলেও স্বাস্থ্যোজ্জ্বল নখের স্বচ্ছ চকচকেভাব এখানে মূল আকর্ষণ।
লস অ্যাঞ্জেলেসের তারকা ম্যানিকিওর বিশেষজ্ঞ এবং ই-পিএইচডি ব্র্যান্ডের সহযোগী সোনিয়া বেলাখলেফ বলেন, “নখের মূল রূপ বদল না করে এর সৌন্দর্য বাড়ানোর এই ধারা এখন রূপচর্চা জগতে জয় করে নিচ্ছে।”
সি-ফোম গ্রিন
সবুজের নরম শেইড ‘সিফোম গ্রিন’ মে মাসের স্নিগ্ধতা আর সতেজতা একসাথে মেলে ধরে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক নেইল ব্র্যান্ড ওআরএলওয়াই কালার ল্যাবস-এর সিনিয়র মিক্সোলজিস্ট (নখের রং মিশ্রণের বিশেষজ্ঞ) রিয়াহ মার্টিন বলেন, “এই রং একদিকে ট্রেন্ডি, আবার অন্যদিকে খুবই প্রশান্তিদায়ক।”
ওম্ব্রে ফ্রেঞ্চ টিপস
ফ্রেঞ্চ ম্যানিকিওরের আরেক ধরন হল ওম্ব্রে স্টাইল। গোলাপি থেকে ধীরে ধীরে সাদা রংয়ে রূপান্তরিত হয় এমন নখে নান্দনিকতার ছোঁয়া আনবে।
এমি ব্ল্যাকলি বলেন, “এটি ক্লাসিক ও ট্রেন্ডি—দুইয়েরই মিশ্রণ।”
রেড হট ম্যানিকিউর
চিরকালীন প্রিয় লাল রং এখন আবার আলোচনায়।
বিশ্বের শীর্ষ নেইল ব্র্যান্ড ওপিআই-এর বৈশ্বিক শিক্ষা ব্যবস্থাপক গালদিনা হিমিনেজ জানান, “এই মে মাসে উজ্জ্বল লাল, বিশেষ করে হালকা কমলা আন্ডারটোন যুক্ত লাল রং, দারুণ জনপ্রিয়।”
বাটার ইয়েলো নেইলস
বাটার ইয়েলো অর্থাৎ মাখনের মতো হলুদ রংটি এই মৌসুমের চমক। প্যাস্টেল টোন হলেও এটি বেশ ‘স্টেটমেন্ট’ তৈরি করে। পূর্ণ সেট বা ফ্রেঞ্চ টিপস যে হিসেবেই ব্যবহার করা হোক না কেনো এই রং সহজেই নজর কাড়ে।
ক্লাসিক রোজ
ক্লাসিক ও পরিশীলিত ভাব ফুটিয়ে তুলতে ক্লাসিক রোজ একটি নিরাপদ ও নান্দনিক পছন্দ।
রিয়াহ মার্টিন বলেন, “এই শেইড সহজেই যে কোনো পোশাকের সাথে মানিয়ে যায়। আর ফ্রেঞ্চ ম্যানিকিওরের জন্য দারুণ বেইস।”
ব্লু ক্রিইম
যারা একটু সাহসী হতে চান, অথচ ভারী রং চান না, তাদের জন্য ‘ক্রিইমি ব্লু’ হতে পারে মে মাসের সেরা পছন্দ।
গালদিনা হিমিনেজ বলেন, “এই রং স্যাচুরেইশন (ঘনত্ব) ও মিল্কিনেসের চমৎকার ভারসাম্য বজায় রেখে নখে আনে একটি প্রাণবন্ত অথচ পরিমিত আবহ।”
নখে রংয়ের একটু ছোঁয়াতেই বদলে যেতে পারে মন-মেজাজ, বাড়তে পারে আত্মবিশ্বাস। মে মাসের রংগুলো শুধু ট্রেন্ডি নয়, বরং ঋতুর পরিবর্তনের আবহকেও তুলে ধরে।
আরও পড়ুন