এ উপলক্ষ্যে নিজেদের তৈরি নানা পণ্য ও খাবারের মেলার আয়োজন করেন তারা।
Published : 12 Dec 2023, 11:30 AM
সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে ‘বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই’।
এ উপলক্ষ্যে শনিবার শারজার আল হুদায়বিয়া রেস্টুরেন্টে নিজেদের তৈরি নানা পণ্য ও খাবারের মেলা এবং আলোচনা সভা করেন তারা।
প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের স্ত্রী আবিদা হোসাইন। বক্তব্য দেন নাজমা সুলতানা ও সাদিয়া হায়দার।
রুনা নিশার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা রোকসানা মজুমদার।
তিনি বলেন, “চাকরিজীবী থেকে একজন উদ্যোক্তা হয়ে ফোরাম গঠনের মাধ্যমে সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমানে ইউএই-এর সাতটি প্রদেশে আমরা ২৫ জন নারী উদ্যোক্তা আছি যার মধ্যে ২০ জনই আমিরাতে সরকারিভাবে রেজিস্টার্ড উদ্যোক্তা। ‘আমরা নারী আমরা পারি’ এই স্লোগানে বলীয়ান হয়ে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা নারী উদ্যোক্তাদের একই ছাতার নিচে আনার মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি।”