নয়া সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের ইচ্ছায়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের এক আলোচনা সভায় অংশ নেন তিনি।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2023, 10:07 AM
Updated : 22 March 2023, 10:07 AM

আগামী নির্বাচনে ‘জনগণের ইচ্ছায় নয়া সরকার প্রতিষ্ঠিত হবে’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার যুক্তরাষ্ট্রে বস্টনের ক্যামব্রিজে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের এক আলোচনা সভায় অংশ নেন তিনি।

এতে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রায় যাদের এক পয়সাও সহযোগিতা নেই, তারা কূটনৈতিক রীতি অবজ্ঞা করে বকবক করছেন। যদিও বাংলাদেশের নয়া সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের ইচ্ছায়। ওইসব বিদেশি কূটনীতিকদের আমি জানিয়েছি যে, তারা নয়া একটি রাজনৈতিক দল গড়তে পারেন। তবে সেক্ষেত্রে বাংলাদেশের সব নাগরিককে তাদের দেশেরও নাগরিকত্ব প্রদান করতে হবে।”

মোমেন বলেন, “সদ্য-স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ৯৬% বিদেশ-নির্ভর ছিল। এখন দেড় পার্সেন্টও নেই। তাহলে আমরা বিদেশিদের কথা শুনবো কেন?”

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কে কনসাল জেনারেল মনিরুল ইসলাম।

আলোচনায় আরও অংশ নেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, তপন চৌধুরী, ইদ্রিস আলী, আহমেদ হাসান, মিন্টু কামরুজ্জামান, মোহাম্মদ মিয়াজী, সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ নুর হোসেন ও তাহেরা আহমেদ মিতু।