সভায় মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট শহরের উন্নয়নে তার নেওয়া পরিকল্পনার কথা জানান।
Published : 09 Nov 2022, 12:50 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংবর্ধনা সভা করেছে প্রবাসী সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’।
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে স্থানীয় সময় রোববার দুপুরে জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসের মিলনায়তনে এ আয়োজন করেন তারা।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হক খান।
সভায় মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট শহরের উন্নয়নে তার নেওয়া পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, “সিলেট শহরকে সর্বাধুনিক নগরীতে পরিণত করতে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে আরও কয়েকজন বিশেষজ্ঞের পরামর্শে একটি মহাপরিকল্পনা সরকারের কাছে দেওয়া হয়েছে। পরিকল্পনায় সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করা, পানি নিষ্কাষনসহ রাস্তা প্রশস্ত করা, পরিবেশ সুরক্ষার্থে সবুজায়ন ও ভবনগুলো সুবিন্যস্ত করার প্রস্তাব রয়েছে।”