এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শিশু-কিশোর সংগঠন ‘চারুকণ্ঠ’।
Published : 19 Dec 2023, 10:02 PM
রংতুলিতে লাল-সবুজের বাংলাদেশের ছবি এঁকে বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী শিশু-কিশোররা।
শনিবার ব্রুকলিনের নোয়াখালী সমিতি ভবনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শিশু-কিশোর সংগঠন ‘চারুকণ্ঠ’।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন চারুকণ্ঠের পরিচালক ফারজিন রাকিবা কবির। বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইনকের সাবেক সভাপতি এবং বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের প্রাক্তন প্রশিক্ষক মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, স্কুলশিক্ষক নাসরিন শফি, নূরুন নাহার বুলবুল ও রোমেনা শিল্পী।
চিত্রাঙ্কনের পর বিচারকরা আলোচনায় অংশ নেন এবং শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন লেখক-সাংবাদিক আবু সাঈদ রতন ও তার স্ত্রী শাহীন সাঈদ, জুথী খান এবং চারুকণ্ঠের অভিভাবকরা।