স্পেনে ই-পাসপোর্ট নবায়ন চেয়ে প্রবাসীদের সভা

অভিবাসন জটিলতায় দেশটিতে ছয়শ বাংলাদেশির বৈধ হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ করেন প্রবাসীরা।

কবির আল মাহমুদস্পেনের মাদ্রিদ থেকে
Published : 29 Nov 2022, 09:30 AM
Updated : 29 Nov 2022, 09:30 AM

স্পেনে ই-পাসপোর্ট নবায়ন চেয়ে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার বিকেলে মাদ্রিদে দূতাবাসের হলরুমে এ সভা আয়োজন করে প্রবাসী সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’।

আয়োজক সংগঠনের সভাপতি মো. ফজলে এলাহীর উপস্থাপনায় এতে রাষ্ট্রদূত প্রবাসীদের অভিযোগ শোনেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ই-পাসপোর্ট নবায়ন না হওয়ায় অভিবাসন জটিলতায় স্পেনে ছয়শ বাংলাদেশির বৈধ হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ করেন প্রবাসীরা। পাসপোর্ট পাওয়াকে কেন্দ্র করে দেশে দালালদের খপ্পরে পড়ে প্রতারণার কথা জানান ভুক্তভোগীরা।

এসময় রাষ্ট্রদূত পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় দূতাবাসের আইনি সীমাবদ্ধতার কথা জানান এবং প্রবাসীদের দাবিগুলো ‘সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে’ তুলে ধরার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলে দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রথম কাউন্সেলর (শ্রম) মুতাসিমুল ইসলাম ও পলিটিক্যাল কাউন্সেলর দীন মোহাম্মদ ইমাদুল হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনিয়র সহ সভাপতি আলামীন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি, বিক্রমপুর মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদুর রহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আব্দুল কায়ূম মাসুক, এইচ এম দবির তালুকদার, সাইফুল মুন্সী ইকবাল ও আব্দুল মজিদ সুজন।