'বঙ্গবন্ধু জাতির পিতা, সিরাজুল আলম খান জাতির ভ্রাতা' বলে উল্লেখ করেন বক্তারা।
Published : 21 Jun 2023, 03:10 PM
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সদ্য প্রয়াত সিরাজুল আলম খান স্মরণে সভা করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসীরা।
সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এ সভা অনুষ্ঠিত হয়।
শামসুদ্দীন গাজী, শামছুউদ্দিন আহমেদ শামীম ও নুরে আলম জিকুর সম্মিলিত সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ।
সভার প্রেক্ষাপট উপস্থাপন করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। তারপর সিরাজুল আলম খান স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
স্মৃতিচারণ করেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, সুফিয়ান এ খন্দকার, মোর্শেদ আলম, মাফ মিসবাহ উদ্দীন, স্বপন বড়ুয়া, মোহাম্মদ হোসেন খান, হানিফ মজুমদার, রায়হানুল ইসলাম চৌধুরী, আলী ইমাম সিকদার, ওমর ফারুক খসরু, জসীম উদ্দিন বাবু, মুজাহিদ আনসারী, দেওয়ান শাহেদ চৌধুরী, হোসনে আরা, মঈনুদ্দিন নাসের, সাঈদ তারেক, খোরশেদ চৌধুরী, শামসুদ্দিন আজাদ, আজাদ উদ্দিন, শাহান খান, আহসান হাবিব, ফজলুর রহমান, ইব্রাহীম চৌধুরী খোকন, গোলাম কিবরিয়া অনু, এনামুল হায়দার, রেজাউল করিম চৌধুরী, আনোয়ার হোসেন লিটন, জাকির হোসেন স্বপন, তসলিম উদ্দিন খান, আব্দুল মালেক, নাদির সরকার, গাজী আজম বাদল, নজরুল ইসলাম, চৌধুরী সারওয়ারুল হাসান, হাকিকুল ইসলাম খোকন, আহসান হাবিব, চিত্তরঞ্জন সিংহ ও সৈয়দ রাব্বি।
সদ্য প্রয়াত সিরাজুল আলম খান 'রাষ্ট্রীয় কোন স্বীকৃতি বা সম্মান না পাওয়ায়' প্রবাসীরা আক্ষেপ করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা। কর্মপ্রয়াসে আমরা সহজেই সিরাজুল আলম খানকে ‘জাতির ভ্রাতা’ বলতে পারি।
চলতি মাসের ৮ তারিখ সিরাজুল আলম খান মারা যান, তার বয়স হয়েছিল ৮২ বছর।