স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কারখানার ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুন লাগে।
Published : 25 Feb 2025, 12:23 AM
মালয়েশিয়ার মালাক্কা অঙ্গরাজ্যের তাংগা বাতু শিল্প এলাকায় একটি কারখানার ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।
হতাহতের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে, তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
‘নিউ স্ট্রেইটস টাইমস’ ও ‘দ্য সান’-সহ স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে কারখানার ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুন লাগে। এতে ভবনের দ্বিতীয় তলায় থাকা ট্রান্সফরমার কক্ষের প্রায় ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়।
তাংগা বাতু দমকল ও উদ্ধার স্টেশনের অপারেশনস কমান্ডার রোসলান মানাস জানান, জরুরি কল পাওয়ার পর তাংগা বাতু ও চেং ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
“আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায়, কক্ষে চারজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দুইজন আগুনে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুইজন দগ্ধ হলেও জীবিত উদ্ধার হয়েছেন”, বলেন রোসলান মানাস।
মালাক্কা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস কমান্ডার মোহাম্মদ খাইরুল নিজাম মোহাম্মদ নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, সংকীর্ণ স্থান এবং বিদ্যুতের ঝুঁকির কারণে উদ্ধার কার্যক্রম দুরূহ ছিল।
“আগুন নেভানোর পর নিশ্চিত করা হয় যে কক্ষটি সম্পূর্ণ বিদ্যুৎ প্রবাহমুক্ত ও নিরাপদ। এরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়, যা সম্পন্ন করতে প্রায় পাঁচ ঘণ্টা লেগেছে”, বলেন মোহাম্মদ খাইরুল নিজাম।
নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।