সভা থেকে সম্মেলনের আয়োজক কমিটি ঘোষণা করা হয়।
Published : 10 Oct 2024, 03:07 PM
নিজেদের ৩৯তম সম্মেলন উপলক্ষ্যে কানাডার মন্ট্রিয়লে প্রস্তুতিসভা করেছে ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)।
রোববার মন্ট্রিয়লের একটি পার্টি হলে এ সভা থেকে সম্মেলনের আয়োজক কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক হয়েছেন ‘কানাডা-বাংলাদেশ সলিডারিটি’র সভাপতি জিয়াউল হক জিয়া এবং সদস্য সচিব হয়েছেন ইকবাল কবীর।
অপর কর্মকর্তারা হলেন চিফ কো-অর্ডিনেটর আবুল হোসেন দুলাল, চিফ কনসালটেন্ট সামসাদ রানা, চিফ অ্যাডমিনিস্ট্রেটর রাসেল মির্জা এবং ট্রেজারার বজলুর রশিদ।
সামসাদ রানার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নেহাল রহিম।
তারা জানান, উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ‘মিলনমেলা’ হিসেবে পরিচিত ফোবানা। এবারের ৩৯তম সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০-৩১ অগাস্ট এবং পহেলা সেপ্টেম্বর কানাডার এই শহরেই। মিশিগানে অনুষ্ঠিত ৩৮তম ফোবানা সম্মেলন থেকে নির্বাচিত করা হয় মন্ট্রিয়লকে।
এবারের সম্মেলনে থাকছে নানা বিষয়ভিত্তিক সেমিনার-সিম্পোজিয়াম। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে দেশ ও প্রবাসের শিল্পী ছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যভিত্তিক সংগঠনগুলো। এছাড়া আমন্ত্রণ জানানো হবে প্রবাসে মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের।