নির্বাহী পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে ২০২৪ সালের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
Published : 19 Dec 2023, 11:57 AM
দক্ষিণ কোরিয়ায় ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম’ (ইপিএস) এর মাধ্যমে আসা প্রবাসীদের সামাজিক সংগঠন ‘ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার’ নবম নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি পদে জাহিদ খান ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ মন্ডল নির্বাচিত হয়েছেন।
রোববার সিউলের ফরেন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের হলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে কমিউনিটির নির্বাহী পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে ২০২৪ সালের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
সংগঠনটির সংবিধানের আলোকে উপদেষ্টা পরিষদের ৫ সদস্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন ও নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদেরকে নির্বাচিত করায় প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী বছর কমিউনিটির কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন।
এক দশক আগে অনলাইন প্লাটফর্ম দিয়ে যাত্রা করা ‘ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া’ দক্ষিণ কোরিয়ায় অবস্থিত ইপিএস কর্মীদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়।