প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।
Published : 17 Feb 2025, 11:52 AM
জুলাই গণঅভ্যুত্থানকে বিষয় করে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় তারুণ্যের উৎসব উদযাপন করেছেন সুইজারল্যান্ডের জেনিভায় বসবাসরত বাংলাদেশি তরুণ-তরুণীরা।
শনিবার জেনিভায় বাংলাদেশ স্থায়ী মিশন বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে।
এতে ৬-১৪ বছর বয়সি ২৬ জন তরুণ-তরুণী চিত্রাঙ্কন এবং ১৫-২৫ বছর বয়সি ৯ জন তরুণ-তরুণী কুইজ প্রতিযোগিতায় অংশ নেন।
চিত্রাঙ্কনের বিষয় ছিল জুলাই গণঅভ্যুত্থান, দেশপ্রেম এবং বিপ্লব ও প্রতিরোধ। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল জুলাই গণঅভ্যুত্থান, সংস্কৃতি, খেলাধুলা, সমাজ ও সরকারব্যবস্থা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।
বাংলাদেশসহ সুইজারল্যান্ডের স্থানীয় রাজনীতিতে তরুণ-তরুণীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পৃথিবীতে কেউ কাউকে কখনো কোনো অধিকার এনে দেয় না, নিজেদের অধিকার আদায় করে নিতে হয়।”
স্থায়ী মিশনের কাউন্সেলর ফজলে লোহানী জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতসহ বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরেন প্রতিযোগীদের মধ্যে।
বাংলাদেশ সরকার ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ‘তারুণ্যের উৎসব’ উদযাপন করছে। এরই ধারাবাহিকতায় জেনিভায় বাংলাদেশ স্থায়ী মিশন এ আয়োজন করলো।