মা-বাবার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করতো সায়ান হানিফ (৮)।
Published : 28 Aug 2024, 04:49 PM
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রীষ্মের ছুটি শেষে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে।
তার নাম সায়ান হানিফ (৮)। পিতা হানিফ সুমন। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরের গামরিতলায়।
মঙ্গলবার সকালে দুবাই-হাত্তা হাইওয়েতে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে খবরটি নিশ্চিত করেছেন সায়ানের চাচা আরেক প্রবাসী মোহাম্মদ ফয়সল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রীষ্মের ছুটি শেষে ওইদিন স্কুল খুলে সায়ানদের। তবে স্কুলবাস না থাকায় অন্য একটি গাড়িতে করে আরো ১০ শিক্ষার্থীর সঙ্গে সায়ান ও তার ভাই সাইফান স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়।
“পথে দুর্ঘটনায় প্রাণ হারায় সায়ান। এতে সায়ানের ছোট ভাই সাইফানসহ মোট ১১ জন আহত হয়। গাড়ির ভারতীয় চালক অক্ষত রয়েছেন।”
দুবাই পুলিশ ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘দ্রুতগতি এবং চালকের অমনোযোগের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িতে ১২ জন শিক্ষার্থী ছিল।’
মোহাম্মদ ফয়সল জানান, গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে ভ্রমণ শেষে গত ১৬ অগাস্ট আমিরাতে ফিরে আসে প্রবাসী ব্যবসায়ী হানিফ সুমনের পরিবার। তিনি প্রায় ১৫ বছর ধরে হাত্তার মাদামের নাজওয়ায় সপরিবারে বসবাস করছেন। সেখানে তার একটি মোটর ওয়ার্কশপ রয়েছে।
হানিফের দুই সন্তানের মধ্যে সায়ান ছিল বড়। ছোট ছেলে সাইফান ঘটনায় আহত হলেও আজ বুধবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গেছে।