এতে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ।
Published : 26 Jan 2025, 11:23 AM
মালদ্বীপে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার রাজধানী মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিসের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অনেক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
অনেকেই প্রথমবার রক্তদান করে আনন্দ প্রকাশ করেছেন এবং অন্যদেরও এতে অংশ নিতে উৎসাহ দিয়েছেন।
কর্মসূচির স্টল পরিদর্শন করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ।
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের আইন মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।”
রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসীদের সনদ ও উপহার দেয় বাংলাদেশ হাই কমিশন।