দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ ও তার সমমনা সংগঠনগুলো।
Published : 17 Aug 2024, 12:00 AM
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার সমমনা সংগঠনগুলো।
বৃহস্পতিবার নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও বস্টনসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি শোক-সমাবেশ করেন তারা।
নিউ ইয়র্কের কুইন্স শহরে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ আয়োজিত সমাবেশ থেকে প্রবাসীরা ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
জ্যাকসন হাইটস এলাকায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, খুরশেদ আনোয়ার বাবলু, কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, নির্বাহী সদস্য নুরুন্নাহার নিশা ও মুক্তিযোদ্ধা ইমদাদুল হক।
ডাইভার্সিটি প্লাজায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রদীপ কর, আবুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান ও খোরশেদ খন্দকার।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পৃথক একটি কর্মসূচিতেও নেতা-কর্মীদের সমাগম ঘটে কুইন্স প্যালেসে। এতে নেতৃত্ব দেন সভাপতি সিদ্দিকুর রহমান।
এদিকে ব্রুকলিনে শোক-সমাবেশ ও দোয়া-মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের মিয়া।
আলোচনায় অংশ নেন সংগঠনের কমিউনিকেশন ডাইরেক্টর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোর্শেদ খান বদরুল, জাবেদুল ইসলাম, মোহাম্মদ হাদী, জহিরুল ইসলাম ইরান, আলী আক্কাস ও জসীমউদ্দিন।