ফিলিস্তিনিদের সমর্থনে ইতালিতে প্রবাসীদের বিক্ষোভ

ফিলিস্তিনকে 'স্বাধীন রাষ্ট্র' হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান তারা।

সাইফুল ইসলামইতালি থেকে
Published : 7 Nov 2023, 06:01 AM
Updated : 7 Nov 2023, 06:01 AM

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইতালিতে বিক্ষোভ করেছে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় রোববার সকালে ভেনিসে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশিদের সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর হিউম্যানিটি’।

প্রায় ২ হাজার বাংলাদেশির অংশগ্রহণে এ বিক্ষোভ শহরের মেস্ত্রে ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে নগরীর প্রাণকেন্দ্র পিয়াজ্জা ফেরেত্তায় গিয়ে শেষ হয়। এসময় অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।

‘লিবেরা পালেস্তিনা’ বা ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিতে শোনা যায় অনেককে। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান তারা।

আয়োজক সংগঠন ‘ইয়ুথ ফর হিউম্যানিটি’র সভাপতি প্রিন্স হাওলাদার বলেন, “আজকের আয়োজিত সমাবেশটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে সেটি সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। এই সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনে হামলা বন্ধ এবং দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছি।”

সমাবেশে অনেক ইতালিয়ানসহ অন্যান্য দেশের অভিবাসীদেরও অংশ নিতে দেখা যায়। অভিবাসী মুসলমানদের সংগঠন ‘কমিউনিটি অফ প্যালেস্টাইন’ এর সভাপতি খালেদ আল-জির সমাবেশে উপস্থিত হয়ে বাংলাদেশিদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, “ইসরায়েল যে ভূমির জন্য হামলা চালাচ্ছে, সে ভূমির উত্তরাধিকার গাজাবাসী। অচিরেই যেন বিশ্বের প্রতিটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তাদের বিচারের মুখোমুখি করে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।”