এতে মেক্সিকো ছাড়াও কোস্টারিকা, গুয়াতেমালা, হন্ডুরাস ও ইকুয়েডরসহ লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিরা কনস্যুলার সেবা পাবেন।
Published : 13 Dec 2024, 09:17 AM
মেক্সিকোতে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
এতে মেক্সিকো ছাড়াও কোস্টারিকা, গুয়াতেমালা, হন্ডুরাস ও ইকুয়েডরসহ লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিরা কনস্যুলার সেবা পাবেন।
রোববার দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে ৫২তম দূতাবাস হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
তিনি বলেন, “এ সেবা মেক্সিকোসহ আশপাশের দায়িত্বভূক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ নিরাপত্তা ও কনস্যুলার সুবিধা বাড়াতে নতুন এক দিগন্ত উন্মোচন করবে।”
জাতীয় ভ্রমণ অবকাঠামো আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ই-পাসপোর্টের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রদূত। সেইসঙ্গে এই সেবা উন্নত নিরাপত্তা ব্যবস্থা, দ্রুত অভিবাসন প্রক্রিয়া ও আন্তর্জাতিক মানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে ই-পাসপোর্ট সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন আরিফুজ্জামান কবীর, আক্তারুজ্জামান, আজাদ হোসেন, শামসুল আলম খান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিল আহমেদ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান।
ই-পাসপোর্ট পদ্ধতির নীতিগত আলোচনার পাশাপাশি এর প্রযুক্তি, বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন তারা।