নারী-শিশু-প্রতিবন্ধীদের সহায়তা ও উন্নয়নে কাজ করতে চান তারা।
Published : 15 Jan 2025, 01:47 PM
নারী-শিশু-প্রতিবন্ধীদের সহায়তা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ফ্রান্সের প্যারিসে কার্যক্রম শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন ‘সাদা হাতি’।
‘মানবিক পৃথিবীর পথে’ স্লোগান সামনে রেখে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্যারিসের একটি কমিউনিটি হলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা।
ইমরান হোসেন ও রাসেল আহমেদের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রধান কার্যনির্বাহী সোনিয়া জামান।
‘সাদা হাতি’ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সাইফুল ইসলাম রনি।
নেতারা জানান, “পৃথিবীর সৌন্দর্য প্রাকৃতিক এবং মানুষের সুরুচি দ্বারা সৃষ্ট। মানবিক বোধ যত উন্নত হয়, মানুষের জীবনও তত সুন্দর হয়। শুধু নিজের সুখই নয়, অন্যের সুখের অনুষঙ্গ হওয়াও জীবনের দায়। ‘সাদা হাতি’ জীবনের আনন্দ উপভোগ করতে চায়, মানবিক পৃথিবী গড়ে তোলায় অংশীদার হতে চায়।”
শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিকর্মী হাসনাত জাহান, মির্জা ফাউন্ডেশনের মির্জা মাজারুল ইসলাম, সারসেল ক্রিকেটে ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, শামীম আহমেদ ও শাহনাজ আকতার।
অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী নারী উদ্যোক্তারা তাদের সফলতার গল্প তুলে ধরেন এবং ‘সাদা হাতি’ এগিয়ে নিতে সবার সহযোগিতা চান।