২০২৪-২৬ সেশনের জন্য ২৯ সদস্যের এ কমিটি ঘোষণা করেন তারা।
Published : 05 Dec 2024, 10:55 AM
নতুন কার্যকরী পর্ষদ গঠন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ।
এতে সভাপতি পদে কিরণ্ময় মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন হাওলাদার পুনর্নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় রোববার বিকালে সম্মেলনের মধ্যে দিয়ে ২০২৪-২৬ সেশনের জন্য ২৯ সদস্যের এ কমিটি ঘোষণা করেন তারা।
এতে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
নবনির্বাচিত কার্যকরী পর্ষদের অন্যান্য নির্বাচিত নেতারা হলেন- সহ সভাপতি রোজী মজুমদার, সাগর বড়ুয়া, পলাশ বড়ুয়া, অশোক পাল, সহ সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম রায়হান, দুলাল চন্দ মিশেল, শিপন প্লাশিড রিবেরো ও কোষাধ্যক্ষ রুমানা আফরোজ।
সম্পাদকমণ্ডলীতে রয়েছেন সলিমুল্লাহ সিদ্দিকী রানা, জি এম শরিফুল ইসলাম, সুস্মিতা বড়ুয়া, মেরী হাওলাদার, সুশীল সিংহ, শংকর ডেভিট রোজারিও, শিমুল রায় সদস্য, শম্পা বড়ুয়া, শুভাশীষ রায় শুভ, এলান খান চৌধুরী, সাইফুল ইসলাম, তপন চন্দ্র দাশ, নাসির উদ্দিন, নির্মল দে, বিজয় শংকর, বাবুল বড়ুয়া, সঞ্জীব চন্দ্র দাস, মনিরুজ্জামান মির্জা ও রণধীর কুমার বোস।
এছাড়া জাতীয় পরিষদ সদস্য হিসেবে পলাশ বড়ুয়া নির্বাচিত হয়েছেন।