রাজধানী মালে থেকে দূরের এ দ্বীপ শহরটি পরিদর্শনে যান ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ।
Published : 02 Jan 2025, 01:15 PM
মালদ্বীপের থুড্ডু শহরে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মিশন।
মঙ্গলবার রাজধানী মালে থেকে দূরের দ্বীপ থুড্ডু শহর পরিদর্শনে যান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ।
প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ ও ই-পাসপোর্ট সংগ্রহ করাসহ স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার।
তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রবাসীদের সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।”
আলোচনা সভা শেষে হাই কমিশনার সাক্ষাৎ করেন থুড্ডু শহরের স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। এসময় কর্মরত বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ অবৈধ কর্মীদের বৈধ করতে কাউন্সিলর ও নিয়োগকর্তাদের প্রতি অনুরোধ জানান।
পরিদর্শনে সফরসঙ্গী ছিলেন মিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।
প্রতিনিধিদলটি প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন তথ্য ও নির্দেশনা দেন। এছাড়া প্রবাসীদের মাঝে তথ্যসম্বলিত লিফলেট ও খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করেন।