কবির স্মরণে এ আয়োজন করে ‘কবি নজরুল সেন্টার ফ্রান্স’।
Published : 10 Jan 2025, 11:20 PM
কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উপলক্ষ্যে ফ্রান্সে কবিতাপাঠ ও আলোচনা সভা করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে প্যারিসের ওবারভিলায় লিগ্যাল এইডের হলরুমে এ আয়োজন করে ‘কবি নজরুল সেন্টার ফ্রান্স’।
আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক তাজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।
স্বাগত বক্তব্য দেন কবি নজরুল সেন্টার ফ্রান্সের সদস্য নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন মান্নান আজাদ, কবি নজরুল সেন্টার ফ্রান্সের উপদেষ্টা সেলিম আহমদ, আজাদ মিয়া, মীর জাহান ও প্যারিস বাংলা প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি শাহাবুদ্দিন শুভ।
কবি নজরুল ইসলামের উপর গবেষণামূলক বক্তব্য ও কবিতা পাঠ করেন লোকমান আহাম্মদ আপন, হায়দার হোসেন, লিটল ম্যাগাজিন ‘স্রোত’ সম্পাদক বদরুজ্জামান, শাহ সোহেল ও অনুক্ত কামরুল।
অনুষ্ঠানে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ কবিতাটি ফরাসি ভাষায় অনুবাদ পাঠ করেন হাসনাত জাহান এবং ইতালি ভাষায় অনুবাদ পাঠ করেন জিয়াউর রহমান হৃদয়। এছাড়া কবিতা পাঠ করেন মুনির কাদের, শোয়েব মোজাম্মেল ও সাইফুল ইসলাম।