শহীদ আবু সাঈদের পর এবার সাংবাদিক এটিএম তুরাবের নামেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির নামকরণ করা হয়েছে।
Published : 19 Apr 2025, 07:09 PM
শনিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ। মূল মাঠের পশ্চিম গ্যালারিতে তখন ব্যানার হাতে তোরজোড় দেখা গেল মাঠকর্মীদের। কয়েক মুহূর্ত পর বোঝা গেল ঘটনা। কালো ব্যানারের ওপর সাদা অক্ষরে লাগানো হলো শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামফলক।
গত জুলাইয়ে কোটা সংস্করণ আন্দোলন চলাকালে সিলেট নগরীর বন্দরবাজারে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক এটিএম তুরাব। তার নামেই নামকরণ করা হয়েছে সিলেটের মাঠের পশ্চিম গ্যালারির নাম।
দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন সাংবাদিক তুরাব। প্রায় ৯ মাস পর নিজ শহরের স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে গেল তার নাম।
চলতি বছরের শুরুতে বিপিএলের সময়েই সিলেট স্টেডিয়ামের পূর্ব গ্যালারির নাম বদলে রাখা হয়েছিল শহীদ আবু সাঈদ স্ট্যান্ড। গত বছরের ছাত্র-জনতার গণ আন্দোলনে প্রথম শহীদের মৃত্যুর সময়ের দুই হাত ছড়ানো আলোচিত মুহূর্তের কয়েকটি কাট-আউটও রাখা হয়েছে গ্যালারিতে।
বিপিএল চলাকালে সাংবাদিক তুরাবের নামে স্ট্যান্ড করার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে দাবি জানান সিলেটের স্থানীয় সাংবাদিকরা। এমনকি তখন মাঠ ছেড়ে যাওয়ার সময় ফারুককে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে।
সেই ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে শেষ হলো সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ করার কাজ।
এই নামকরণের পেছনের ভাবনার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শোনালেন সিলেটের ভেন্যু ম্যানেজার জয়দিপ দাস।
“আপনারা জানেন, শহীদ আবু সাঈদের নামে আগেই একটি স্ট্যান্ড করেছি আমরা। তখনই সিলেটের সাংবাদিকরা দাবি তুলেছিলেন সাংবাদিক তুরাবের নামেও যেন একটি স্ট্যান্ড করা হয়। আজকেই (শনিবার) সেই কাজ সম্পন্ন হলো। জুলাই আন্দোলনে তার ত্যাগের প্রতি সম্মান দেখিয়েই মূলত এই সিদ্ধান্ত।”
শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে বসে প্রথম টেস্টের খেলা দেখার জন্য দর্শকদের গুনতে হবে ১০০ টাকা। আর শহীদ তুরাব স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০ টাকা।
রোববার সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট।