ভোটের দুই দিন আগে থেকে তারা দায়িত্ব পালন শুরু করবেন। থাকবেন ভোট শেষে আরও দুই দিন।
Published : 15 Dec 2023, 12:40 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৬৫৩ জন বিচারিক হাকিমকে বেছে নেওয়া হয়েছে।
আগামী ৭ জানুয়ারি ভোটের দুই দিন আগে ভোটের দিন ও ভোট গ্রহণের পরের দুইদিন অর্থাৎ আগামী ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন তারা দায়িত্ব পালন করবেন তিনশটি সংসদীয় আসনে।
বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা হতে এ আদেশ জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিল মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের বিচার শাখা ১-এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, পাঁচ দিনের জন্য নির্বাচনী অপরাধগুলো আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৬৫৩ (ছয়শত তিপ্পান্ন) জন সদস্যকে মনোনয়ন প্রদানপূর্বক নির্বাচন সচিবালয়ে ন্যস্ত করা হল।
সংসদ নির্বাচন: ৬৫৩ জন বিচারিক হাকিম চায় ইসি