তফসিলে বলা উচিত ছিল ভোট নিশিরাতে, ভোরে নাকি দিনে: রিজভী

‘শেখ হাসিনার পতন হবেই’ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “দেড় দশক ধরে রাজনৈতিক সংকট এখন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2023, 12:43 PM
Updated : 17 Nov 2023, 12:43 PM

দ্বাদশ সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে, তাতে ভোটের ‘সময়’টা বলে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ ধরে গত বুধবার যে তফসিল ঘোষণা হয়েছে, সেটিকে প্রত্যাখ্যান করে আগেও বক্তব্য রেখেছেন রিজভী। সেই প্রসঙ্গে দুই দিন পর তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থ রক্ষা না করে শেখ হাসিনার কাছে ‘আত্মসমর্পণ’ করেছেন।”

তফসিলকে ‘একতরফা’ আখ্যা দিয়ে তিনি বলেন, “উনি (সিইসি) যখন তফসিল ঘোষণা করলেন তখন ভোটের সময়টাও বলে দেয়া দরকার ছিল যে, সেটা নিশিরাতে হবে, না দিনের বেলা হবে, না ভোর বেলা হবে।”

সরকার দেশে ‘ফেরাউনের রাজত্ব’ কায়েম করেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। তিনি বলেন, “শেখ হাসিনা আওয়ামী ‘ফ্যাসিজম’ প্রতিষ্ঠার একটি ছক ও বিন্যাস ধরেই এগুচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই রক্ত ঝরানো হচ্ছে ‘গণতন্ত্রকামী’ মানুষদের।

“বাংলাদেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠী এখন শেখ হাসিনার বুলেটের টার্গেট। বার বার গণতন্ত্রকে হত্যা করা আওয়ামী লীগের নিজস্ব শৈলী।”

শেখ হাসিনার পতন হবেই মন্তব্য করে তিনি বলেন, “জনগণের ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সব স্বৈরাচারীর জন্য হবে সর্তক বার্তা। দেড় দশক ধরে রাজনৈতিক সংকট এখন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।”

বিএনপির এই আন্দোলনে সারা বিশ্ব থেকে সমর্থন পাওয়ার দাবি করে রিজভী বলেন, “বিশ্ব বিবেক আজ জাগ্রত। বাংলাদেশের মানুষকে নিষ্ঠুর একনায়ক শেখ হাসিনার শোষণ, অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করার সংগ্রামকে সমর্থন দিচ্ছে বিশ্বের গণতন্ত্রকামী মানুষ।”

আওয়ামী লীগকে শনির দশায় পেয়েছে’

এই মন্তব্য করে রিজভী বলেন “জনসমর্থনে তাদের অবস্থান শূন্যের কোটায়। ওরা ক্ষমতার নেশায় বুঁদ হয়ে শুরু করেছে রক্তাক্ত তাণ্ডব।”

বিএনপির নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তারের অভিযোগ এনে তিনি বলেন, “তাদের ধরতে না পারলে গ্রেপ্তার হচ্ছেন বাবা, শ্বশুর, ছোট ভাই এমনকি বাড়ির মেয়েরা।”

তল্লাশির নামে পুলিশ গ্রামের পর গ্রামে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর তছনছ করে দিচ্ছে বলেও অভিযোগ করা হয় ব্রিফিংয়ে।

রিজভী বলেন, “বাবার মৃত্যুতে জামিন মেলেনি কারাগারে আটক ছাত্রদল নেতার। ছাত্রদল নেতাকে না পেয়ে বাবাকে হত্যা করেছে ‘আওয়ামী ক্যাডাররা’।”

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৯৫ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং ১ হাজার ৬৫ জনকে আসামি করে মামলার তথ্যও দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।