চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর বলে জানান হয়েছে।
Published : 24 Jul 2023, 09:16 PM
চীন সফরে গেলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের শরিক বাম দলগুলোর শীর্ষনেতারা।
ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও সাম্যবাদী দলের এই নেতারা চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে গেছেন বলে জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
সফরকারীদের মধ্যে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও কেন্দ্রীয় নেতা লুতফুন নেসা খান, জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল আলম স্বপন ও আহামেদ আলীও সফরকারী দলে রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন। চীন সফর শেষে তারা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন।