মনোনয়ন প্রত্যাশীদের কাছে শনিবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে ক্ষমতাসীন দলটি।
Published : 17 Nov 2023, 05:40 PM
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম কিনতে শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।
তিনি বলেন, “আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম আগামীকাল সকালে সংগ্রহ করবেন। তিনি ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন। সকালে প্রথম ফরমটি তিনিই সংগ্রহ করবেন।"
যদিও বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, শুক্রবার বিকাল ৩টায় তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা হবে। এ সভা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন। সেই সঙ্গে নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী মনোনয়ন প্রত্যাশীদের কাছে শনিবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
সেগুলো জমা দিতে হবে মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে। এরপর দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে কাকে কোন আসনে প্রতীক তুলে দেওয়া হবে। মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার বিষয়ে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, “আমাদের সবসময় লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা সরকারে আসার পর থেকে একের পর এক নির্বাচন হয়েছে। এখানে নানা ধরনের অনিয়ম দেখেছি।
“যখনই আমরা সুযোগ পেয়েছি, সেগুলো সংশোধন করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি। নির্বাচন কমিশন গঠনের জন্য একটা আইন করে দিলাম।"
ইসি গঠনে দীর্ঘদিন কোনো আইন ছিল না বলে তা নিয়ে ছিল সমালোচনা। বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে আকস্মিকভাবে আইন প্রণয়ন হয়, আর সেই আইনের অধীনে গত বছরের শুরুতে প্রথম নির্বাচন কমিশনের দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচজন।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।
নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবিরে মতানৈক্যের মধ্যেই বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
আরও পড়ুন