“যে ব্যক্তি সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করবে, তাকেই বহিষ্কার করা হয়,” বলেন মন্নাফী।
Published : 24 Jan 2024, 11:11 AM
দলীয় ‘শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী মঙ্গলবার জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈঠকের পর রিয়াজ উদ্দিনকে অব্যাহতি দেওয়ার এ সিদ্ধান্ত হয়।
মন্নাফী বলেন, “যে ব্যক্তি সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করবে, তাকেই বহিষ্কার করা হয়। রিয়াজকেও বহিষ্কার করা হয়েছে।”
তবে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্যাডে লেখা একটি নোটিসে রিয়াজ উদ্দিনকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে বলা হয়, “আগামী ১৫ দিনের মধ্যে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে লিখিত জবাব দেওয়ার জন্য জানানো হল।”
পুরান ঢাকার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিংবডি সভাপতি রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানি, টাকা আত্মসাৎ, দুর্নীতির নানা অভিযোগ উঠছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকে অব্যহতি নেন রিয়াজউদ্দিন।
তার বিরুদ্ধে কলেজের শিক্ষার্থী-শিক্ষকের অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগও তার বিরুদ্ধে ব্যবস্থা নিল।
এ বিষয়ে রিয়াজ উদ্দিনের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)