“সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য প্রস্তুত। জয় আমাদের হবে”, বলেন তিনি।
Published : 27 Dec 2023, 11:53 AM
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগেরই জয় হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মানুষ ভোট দেওয়ার জন্য ‘অধীর অপেক্ষায়’ রয়েছে মন্তব্য করে তিনি বলেছেন, “ভোটাদের ‘টার্ন আউট’ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।
“সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য প্রস্তুত। জয় আমাদের হবে।”
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বুধবার সকালে দ্বাদশ নির্বাচনের আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইশতেহার পাঠ করছেন।
এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ইশতেহার দিয়েছে আওয়ামী লীগ। ‘উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানের এ ইশতেহারে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি যান্ত্রিকীকরণের মত ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছে দলটি।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমরা এক প্রতিকূল পরিবেশের মুখে লড়াই করে যাচ্ছি। নির্বাচন আমাদের করতে হবে, সংবিধানের বাধ্যকতা। আওয়ামী লীগের ছাড়া কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি।
“নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত সরকারের হাতে, সেটা আমরা বিশ্বাস করি।”
শেখ হাসিনাকে দেশের ইতিহাসের ‘সফল নেতা’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “শেখ হাসিনা আমাদের কাছে একজন ইন্সপায়ারিং লিডার। বাংলাদেশে গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে সাহসী নেতার নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে সব সফল ডিপ্লোমেটিকের নাম শেখ হাসিনা।”
ইশতেহার প্রণয়ন উপ কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।